বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সি ডে টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু প্রথম দিনই দলের টপঅর্ডার ব্যাটসম্যান ট্রাভিস হেড হতাশা প্রকাশ করেছেন মাঠের দর্শকদের আচরণের ব্যাপারে।
Advertisement
সিরিজের আগের দুই টেস্টে খেলেছিলেন পিটার হ্যান্ডসকম্ব। তবে বক্সিং ডে টেস্টে তার বদলে পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শকে একাদশে নিয়েছে স্বাগতিকরা। ভিক্টোরিয়া অঞ্চলের ক্রিকেটার হ্যান্ডসকম্বকে একাদশের বাইরে রেখে এমসিজিতে খেলতে নামাটা ঠিক মেনে নিতে পারেনি স্থানীয় দর্শকরা।
যে কারণে হ্যান্ডসকম্বের বদলে খেলতে নামা মার্শকে বেশ কয়েকবার দুয়ো দিয়েছেন স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৭০ হাজার দর্শক। অথচ ম্যাচের প্রথম দিন দারুণ বোলিং করেছেন মার্শ ভাইদের ছোট জন। কোনো উইকেট না পেলেও সুযোগ তৈরি করেছেন বেশ কয়েকবার। সারাদিনে ১৫ ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র ২৩ রান।
তবু শুনতে হয়েছে দর্শকদের দুয়ো। দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন হেড। তিনি বলেন, ‘দর্শকরা আজ যা করলো তা মোটেও কাম্য নয়। আমরা হয়তো কোহলির ক্ষেত্রে এমনটা আশা করি যে আমাদের দর্শকরা তাকে দুয়ো দেবে। কিন্তু মিচ মার্শের ক্ষেত্রে এমনটা করার কারণ খুঁজে পাই না।’
Advertisement
এসময় সারাদিনে মার্শের বোলিং বিশ্লেষণ করে হেড বলেন, ‘অথচ আজ সে কি দারুণ বোলিংই না করেছে। আমার তো মনে হয় সে কঠিন চাপে রেখেছিল ব্যাটসম্যানদের এবং এমন ব্যাটিংবান্ধব কন্ডিশনেও দারুণ লড়াই করেছে। আমার মনে হয় না অস্ট্রেলিয়ার মাটিতে কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার দুয়ো শোনাটা সমীচীন।’
দর্শকদের আচরণে হতাশা প্রকাশ করলেও তাদের এমন করার কারণটাও বোঝার চেষ্টা করেন হেড। তিনি বলেন, ‘আমি ভিক্টোরিয়ার দর্শকদের অবস্থাটা বুঝি। হ্যান্ডসকম্ব এই ম্যাচে সুযোগ পায়নি ঠিক তবে এজন্য মার্শকে দুয়ো দিতে হবে- এটা তো ঠিক না। সবার উচিৎ তাকে সমর্থন দেয়া।’
মূলত ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগে যখন হ্যান্ডসকম্বকে বাদ দিয়ে একাদশ ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া, তখন থেকেই প্রস্তুতি নেয়া হয়েছিল মার্শকে দুয়ো দেয়ার। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ থেকে সবাইকে এ ব্যাপারে উৎসাহিত করেছে কিছু উগ্র দর্শক।
এসএএস/জেআইএম
Advertisement