আগামীকাল (বৃহস্পতিবার) পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭টি প্রতিষ্ঠান বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। সভায় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের ঘোষিত লভ্যাংশ এবং আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডাররা অনুমোদন করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
Advertisement
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং, হামিদ ফেব্রিক্স, সাইফ পাওয়ারটেক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, জিবিবি পাওয়ার, ন্যাশনাল ফিড মিলস, কুইনসাউথ টেক্সটাইল, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, রিজেন্ট টেক্সটাইল, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, এমবি ফার্মাসিউটিক্যালস, ফার্মা এইডস, স্ট্যান্ডার্ড সিরামিক, বাংলাদেশ সার্ভিসেস, এএমসিএল (প্রাণ) এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
এর মধ্যে রহিম টেক্সটাইল ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস, মালেক স্পিনিং ১০ শতাংশ নগদ, হামিদ ফেব্রিক্স ১০ শতাংশ নগদ ( উদ্যোক্তা পরিচারক ব্যতীত), সাইফ পাওয়ারটেক ৫ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস, ন্যাশনাল ফিড মিলস ৫ শতাংশ বোনাস, কুইনসাউথ টেক্সটাইল ৭ শতাংশ নগদ (উদ্যোক্তা পরিচালক ব্যতীত) ও ১০ শতাংশ বোনাস, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স ৩ শতাংশ বোনাস, রিজেন্ট টেক্সটাইল ৫ শতাংশ বোনাস, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৩ শতাংশ নগদ, এমবি ফার্মাসিউটিক্যালস ৩০ শতাংশ নগদ, ফার্মা এইডস ৫০ শতাংশ নগদ, স্ট্যান্ডার্ড সিরামিক ২ শতাংশ নগদ (উদ্যোক্তা পরিচালক ব্যতীত), এএমসিএল (প্রাণ) ৩২ শতাংশ নগদ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, রহিম টেক্সটাইলের এজিএম সকাল ৯টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে, মালেক স্পিনিংয়ের সকাল সাড়ে ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে, হামিদ ফেব্রিক্সের বেলা ১১টায় ট্রাস্ট মিলনায়তনে, সাইফ পাওয়ারটেকের বেলা ১১টায় আর্মি গলফ ক্লাবে, অলটেক্স ইন্ডাস্ট্রিজের বেলা ১১টায় নারায়ণগঞ্জের রেজিস্ট্রার্ড অফিসে, জিবিবি পাওয়ারের সকাল ১০টায় বগুড়ায়, ন্যাশনাল ফিড মিলসের দুপুর পৌনে ১২টায় গাজীপুর এনএফএমএল সীড কুসিং ইউনিট প্রাঙ্গণ, কুইনসাউথ টেক্সটাইলের সকাল সাড়ে ১০টায় সাভার গলফ ক্লাব, অ্যাপোলো ইস্পাতের বেলা ১১টায় তেজগাঁওয়ের ফিনিক্স টাওয়ার, রিজেন্ট টেক্সটাইলের সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামে, হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের বেলা সাড়ে ১১টায়, চট্টগ্রামের ডায়মন্ড টাস কমিউনিটি কমপ্লেক্স, এমবি ফার্মাসিউটিক্যালসের সকাল ১০টায়, ১৮৪/১, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ফার্মা এইডসের বেলা ১১টায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা অডিটরিয়াম, স্ট্যান্ডার্ড সিরামিকের সকাল সাড়ে ১০টায় ফ্যাক্টরি প্রাঙ্গণ, বাংলাদেশ সার্ভিসেসের রাত ৭টায়, ইন্টারকন্টিনেন্টালে, এএমসিএলের (প্রাণ) সকাল সাড়ে ৯টায় উত্তর বাড্ডার ফুজি ট্রেড সেন্টারে এবং প্রাইম ইসলামী লাইফের বেলা ১১টায় ইস্কাটন গার্ডেন পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
Advertisement
এমএএস/এমএমজেড/পিআর