সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারি অধিনায়ক সরফরাজ আহমেদ।
Advertisement
পাকিস্তান এই ম্যাচে খেলতে নেমেছে তিন পেসার-মোহাম্মদ আমির, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি আর স্পেশালিস্ট স্পিনার ইয়াসির শাহকে নিয়ে। দলে স্বীকৃত ব্যাটসম্যান সাতজন।
দক্ষিণ আফ্রিকার টিম কম্বিনেশনও প্রায় একইরকম। তাদের তিন পেসার-ডেল স্টেইন, কাগিসো রাবাদা আর ডোয়াইন অলিভার। আর স্পেশালিস্ট স্পিনার কোটায় স্বাগতিক দলে আছেন কেশভ মহারাজ।
পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, শান মাসুদ, আজহার আলি, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ আমির, ইয়াসির শাহ, হাসান আলি এবং শাহীন শাহ আফ্রিদি।
Advertisement
দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম, ডিন এলগার, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), থিউনিস ডি ব্রুইন, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, কেশভ মহারাজ, ডেল স্টেইন, কাগিসো রাবাদা এবং ডোয়াইন অলিভার।
এমএমআর/এমএস