খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারি অধিনায়ক সরফরাজ আহমেদ।

Advertisement

পাকিস্তান এই ম্যাচে খেলতে নেমেছে তিন পেসার-মোহাম্মদ আমির, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি আর স্পেশালিস্ট স্পিনার ইয়াসির শাহকে নিয়ে। দলে স্বীকৃত ব্যাটসম্যান সাতজন।

দক্ষিণ আফ্রিকার টিম কম্বিনেশনও প্রায় একইরকম। তাদের তিন পেসার-ডেল স্টেইন, কাগিসো রাবাদা আর ডোয়াইন অলিভার। আর স্পেশালিস্ট স্পিনার কোটায় স্বাগতিক দলে আছেন কেশভ মহারাজ।

পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, শান মাসুদ, আজহার আলি, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ আমির, ইয়াসির শাহ, হাসান আলি এবং শাহীন শাহ আফ্রিদি।

Advertisement

দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম, ডিন এলগার, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), থিউনিস ডি ব্রুইন, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, কেশভ মহারাজ, ডেল স্টেইন, কাগিসো রাবাদা এবং ডোয়াইন অলিভার।

এমএমআর/এমএস