১৫ ও ২১ আগস্টের ঘাতকরা এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, এই দুই ঘটনার ঘাতকরা একাত্তরের পরাজিত শক্তি। এই অশুভ শক্তির বিষ দাঁত ভেঙ্গে দেয়া হবে।মুক্তিযুদ্ধ চলাকালীন সময় জিয়া পাকিস্তানি সেনা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন এমন কোনো খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা ৭৫-এর খুনিদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারেন না। শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আব্দুল আলিমকে রেলমন্ত্রী বানালেন। কোন চেতনায় তিনি (জিয়া) এ কাজটি করলেন।আওয়ামী লীগের এই নেতা বলেন, বেগম খালেদা জিয়াও পাকিস্তানের এজেন্ট। কারণ তাকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা দল চালাতে টাকা দেয়। তিনি নির্লজ্জ পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন।২১ আগস্ট গ্রেনেড হামলার বর্ণনা দিতে গিয়ে হানিফ বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা হলো তখন রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা ছিলেন। তখন তদন্ত করেননি কেন? এখন তদন্তের কথা বলছেন কেন? তখন মামলার আলামত নষ্ট করার জন্য রাষ্ট্রকে ব্যবহার করেছেন।আয়োজক সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাখোয়াত হোসেন সুইট প্রমুখ।আএসএস/এসকেডি/আরএস/এমএস
Advertisement