ঢাকার নবাবগঞ্জ দোহারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর নবনির্বাচিত সহ-সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার মিজান মালিক, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম হামলার শিকার হয়েছেন।
Advertisement
এ ছাড়া ক্র্যাব বহুমুখী সমবায় সমিতির সভাপতি নেসারুল হক খোকন, সিনিয়র সদস্য মুজিব মাসুদ, আব্দুল্লাহ তুহিন, তানভীর হাসান, ইমতিয়াজ আল মোমিন, সাজ্জাদ পারভেজ ২৪ ডিসেম্বর সোমবার রাতে হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসীরা তাদের লাঞ্ছিত করার পাশাপাশি তাদের ব্যবহ্নত হোটেল কক্ষ ভাঙচুর করে। এমনকি সবাইকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নেতারা। মঙ্গলবার ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম বিবৃতিতে বলেছেন, পেশাদার সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনা উদ্বেগের বিষয়। যা আমাদের কাম্য নয়।
এমইউ/এমআরএম/এমএস
Advertisement