আন্তর্জাতিক

সৌদিতে এবার মানুষের বদলে কাজ করবে রোবট

সৌদি আরবের সরকারি দফতরগুলোতে এখন মানুষের পরিবর্তে কাজ করবে রোবট। সম্প্রতি দেশটির একটি সরকারি দফতরে প্রথমবারের মতো এক রোবটকে নিয়োজিত করা হয়েছে। তাকে একটি পরিচয়পত্র ও তার কাজ বুঝিয়ে দেয়া হয়েছে। দেশটির জাতীয় দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

গত রোববার থেকে ওই রোববটটিকে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং করপোরেশনে (টিভিটিসি) নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী আহমেদ আল ঈসা। আহমেদ আল ঈসা ও টিভিটিসি’র গভর্নর আহমেদ আল ফাত্তাহ রোবটকে দিয়ে কাজ শুরু করার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>>তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় স্বামীকে খুন করল স্ত্রী

সৌদিতে প্রথমবারের মতো কাজ শুরু করা এই রোবটটি টিভিটিসির বিভিন্ন প্রদর্শনীতে আসা দর্শণার্থীদের তথ্য জানাবে। এছাড়াও ইলেকট্রনিক মূল্যায়ণ পদ্ধতির মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন সেবা দিবে।

Advertisement

শিক্ষামন্ত্রী আহমেদ আল ঈসা বলেন, ‘এটা সৌদি আরবের মানুষকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। এর মাধ্যমে আমাদের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা আরও এগিয়ে যাবে।’

এসএ/এমএস