আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ২৯

ইরাকে কুর্দি বাহিনীর একটি ভবনে তিনটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৯ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন ৮৮ জনের বেশি। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার দূরে পূর্বাঞ্চলীয় রাজ্য দিয়ালার কারা তাপ্পাহতে রোববার এ ঘটনা ঘটে।আলজাজিরার অনলাইন সংস্করণের খবরে বলা হয়েছে, পরপর তিনটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।ইসলামিক স্টেটের (আইএস) দখল করে নেওয়া এলাকা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান হামলার সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়েছে কুর্দি বাহিনী। কিন্তু হঠাৎ কুর্দি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আত্মঘাতি হামলা চালানোয় আইএসের কৌশল নিয়ে আবার জটিলতা সৃষ্টি হয়েছে।কুর্দি বাহিনীর সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। পৃথক বোমা হামলায় ইরাকের আনবার প্রদেশের পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল দুলাইমি মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি ও আলজাজিরা। এ মৃত্যুর জন্যও আইএসকে দায়ী  করেছে আনবার প্রশাসন।

Advertisement