আন্তর্জাতিক

বাজপেয়ীর নামে ১০০ রুপির কয়েন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ছিল সোমবার (২৪ ডিসেম্বর)। দিনটিকে সুশাসন দিবস হিসাবে পালন করেছে নরেন্দ্র মোদী সরকার। এ উপলক্ষে গতকাল দেশটিতে ১০০ টাকার (ভারতীয় রুপি) কয়েন উন্মুক্ত করা হয়েছে।

Advertisement

চলতি বছরের ১৬ আগস্ট মারা গেছেন অটল বিহারী বাজপেয়ী। তিন বারের সাবেক এই প্রধানমন্ত্রীর স্মরণে দেশের বহু স্থানের নাম তার নামে রাখা হয়েছে৷ এবার তার প্রতি শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করা হলো ১০০ রুপির কয়েন।

১০০ টাকার এই কয়েনের এক পাশে রয়েছে দেবনাগরী অক্ষরে লেখা অটল বিহারী বাজপেয়ীর নামসহ ছবি। নীচে তার জন্ম (১৯২৪) ও মৃত্যু (২০১৮) সাল। ১০০ রুপি মূল্যমানের এই কয়েনের ওজন ৩৫ গ্রাম। অন্য পাশে আছে অশোক স্তম্ভের চিহ্ন৷ নীচে লেখা সত্যমেব জয়তে৷ দেবনাগরী অক্ষরে ভারত এবং ইংরেজিতে ইন্ডিয়া লেখা আছে এই কয়েনে৷ স্তম্ভের নীচে রুপির চিহ্নসহ ১০০ লেখা।

কয়েনের উন্মুক্তের পর নরেন্দ্র মোদী বলেন, এটা বিশ্বাস করা কঠিন যে তিনি (বাজপেয়ী) আমাদের সঙ্গে নেই। তবুও তার ভালোবাসা সমাজের সব মানুষকে অনুপ্রাণিত করে। শুধু তাই নয়, বাজপেয়ীকে সম্মান জানায়।

Advertisement

এমএমজেড/জেআইএম