রাজবাড়ীতে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে জেলা পুলিশ প্রশাসন। শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ প্রশাসন ও প্রথম আলো বন্ধু সভার সদস্যরা শহরে মাদকবিরোধী একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলখানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ, প্রথম আলো বন্ধুসভার জেলা সভাপতি শিক্ষক প্রদ্যুত কুমার দাস প্রমুখ।পরে সর্বমোট ৯৩টি জিআর মামলায় জব্দকৃত ৮ হাজার ৪৩ বোতল ফেনসিডিল, ২৩ লিটার তরল ফেনসিডিল, দেশীয় মদ ২৯৭.৫০০ লিটার, ৪৫.৪০০ কেজি গাঁজা, ৩৩৪ বোতল হর্স ফ্লিনিংস ও ৬১৫ ক্যান বিয়ার রুলারের মাধ্যমে ধ্বংস করা হয়। রুবেলুর রহমান/এসএস/এমএস
Advertisement