ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার ডোমজুড়ের একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির একটি তক্ষক। বেশ কয়েকদিন ধরে প্রশস্ত সাহাপাড়া গ্রামের পঞ্চানন সাহার বাড়ি থেকে তক্ষকের ডাক শুনতে পাচ্ছিলেন গ্রামবাসীরা। শুক্রবার বিষয়টি তারা জানান পঞ্চায়েত অফিসে। সেখান থেকে খবর যায় বন দফতরে। পরে বনকর্মীরা এসে পঞ্চানন সাহার বাড়ির একটি ঘুলঘুলি থেকে উদ্ধার করেন তক্ষকটিকে। গোল্ডেন গেকো প্রজাতির এই তক্ষকের বাজার দর প্রায় পাঁচ লক্ষ টাকা।কিছুদিন আগেও জলপাইগুড়ির গজলডোবার থেকে বিরল প্রজাতির উড়ুক্কু তক্ষক উদ্ধার করেছিল বনদফতরের কর্মী ও আধিকারিকেরা। উড়ুক্কু তক্ষক পাচার করতে গিয়ে ধরা পড়েছিল তিন পাচারকারী। গোপনসূত্রে খবর পেয়ে তিন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে বনদফতরের কর্মী ও আধিকারিকেরা। তক্ষকটি পঞ্চাশ লক্ষ টাকায় বিক্রির কথা হয়েছিল।এসএইচএস/এমএস
Advertisement