প্রবাস

বেলজিয়ামে ‘রয়েল বেঙ্গলে’র বছর পূর্তি

বেলজিয়াম এন্টারপেন শহরে সামাজিক সংগঠন রয়েল বেঙ্গলের ১ বছর পূর্তি ও বিজয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, পরিচালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি দাউদ খান সোহেল।

Advertisement

বক্তারা বলেন, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। একই সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন। তাদের মাথা অবনত করার দিন।

অনুষ্ঠানে কুরাআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর এসএম মাহবুব আলম। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক তছু মিয়া।

বক্তারা আগামীতে এ ধরনের অনুষ্ঠান আরও বেশি করার অনুরোধ জানান। তাহলে বিদেশের মাটিতে দেশের কৃষ্টি কালচার ফুটে উঠবে। আমাদের সংস্কৃতির বিদেশিদের মাঝে তুলে ধরা আরও সহজ হবে। এ রকম আয়োজন ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও বক্তারা জানান।

Advertisement

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালিরা অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই মুক্তিযুদ্ধে পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, সাবেক সোভিয়েত ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ সাহায্য-সহযোগিতা করে।

দ্বিতীয় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সুদূর প্যারিস থেকে আগত জনপ্ৰিয় কণ্ঠশিল্পী আরিফ রানা এবং কুমকুম রানা মন মাতানো গান পরিবেশন করে। শেষ পর্বে লটারির পুরস্কার দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানটি প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। দল মত ধর্ম নির্বিশেষে সব প্রবাসীরা অংশগ্রহণে করেন। এ ছাড়া সংগঠনের সদস্য সৈয়দ নিয়াজ মুর্শেদ, আনোয়ার হোসেন, পিয়াস হাসান, নয়ন রহমান, মহসিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআরএম/পিআর

Advertisement