রাজধানীর যানজট নিরসনে আরো একটি মেট্রোরেল করবে সরকার। গাবতলী থেকে ভাটারা পর্যন্ত এই নতুন প্রকল্পটি করতে চায় সড়ক পরিবহন ও সেতু বিভাগ। সড়ক বিভাগের একটি সূত্রে নতুন এই প্রকল্পের তথ্য জানা গেছে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত একটি মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে।জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি জাগো নিউজকে তথ্যটির সত্যতা নিশ্চিত করে জানান, আমরা যানজট নিরসনে গাবতলী থেকে ভাটারা পর্যন্ত নতুন একটি মেট্রোরেল রুট করতে চাই। তবে বিষয়টি এখনো কোন চূড়ান্ত রূপ পায়নি।সূত্র বলছে, এ জন্য জাপানের সহায়তা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। চিঠিও দেয়া হয়েছে দেশটিকে। জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে। এতে সরকারের ব্যয় হচ্ছে ২২ হাজার কোটি টাকা। এর দৈর্ঘ্য হবে ২০ দশমিক ১০ কিলোমিটার।সূত্র আরো জানায়, গাবতলী থেকে ভাটার পর্যন্ত প্রস্তাবিত মেট্রোরেল এর দৈর্ঘ্য হবে ১৩ কিলোমিটার। এটি মাস্ র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প-৫ হিসেবে পরিচিতি পাবে। নতুন এ মেট্রোরেলের রুটটি হবে- গাবতলী, মিরপুর-১, মিরপুর-১০, কঁচুক্ষেত, বনানী হয়ে ভাটারা। তবে কোথায় কোথায় স্টেশন হবে সে বিষয় এখনো চূড়ান্ত হয়নি।প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করতে জাপানের সহায়তা চেয়েছে সরকার। সড়ক বিভাগ ধারণা করছে, এতে ১৫ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। তবে এই ব্যয় বাড়তে বা কমতে পারে।ওবায়দুল কাদের বলেন, আমরা যে রুট চিন্তা করছি মেট্রোরেল-৫ এর জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এটি বিবেচনায় নেওয়া হয়েছে। আশা করছি, বর্তমান সরকারের মেয়াদে এটি নির্মাণ শুরু হবে এবং শেষ হবে। উল্লেখ্য, গত ২০১৩ সালের অক্টোবর উত্তরা থেকে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসএ/আরএস/এসএইচএস/এমএস
Advertisement