বিনোদন

হিরো আলমের প্রচারণায় নামার অপেক্ষায় ৫০০ নায়িকা

নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। প্রার্থীরা যার যার চূড়ান্ত প্রচারণা চালাচ্ছেন নিজ নিজ এলাকায়। সেদিক দিয়ে পিছিয়ে নেই হিরো আলমও (আশরাফুল ইসলাম আলম)। বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছে সোশ্যাল মিডিয়ার এই আলোচিত ব্যক্তি। এইবার নির্বাচনী প্রচারণায় তারকাদের অংশ গ্রহণ চোখে পড়ার মতোই। কিন্তু হিরো আলম বললেন উল্টো কথা। তিনি নাকি তার নায়িকাদের নিয়ে মাঠে নামতে চাননি।

Advertisement

হিরো আলমের সঙ্গে যেসব অভিনেত্রী অভিনয় করেছেন তাদের মাঠে নামালে পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে মন্তব্য করেছেন তিনি।

হিরো আলম বলেন, ‘আমি প্রায় ৫০০ ভিডিও করেছি। তাহলে আমার নায়িকারাও ৫০০'র মতোই হবে। নায়িকারা মাঠে নামতে চাই কিন্তু আমি নামতে দিচ্ছি না। আমি বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার সঙ্গে এতগুলো নায়িকা নির্বাচনী প্রচারণায় অংশ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে যাবে।’

প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে খুশি হিরো আলম। তিনি বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে মানুষের দ্বারে দ্বারে যেতে পারছি। এখনও কোনো বাধার মুখে পড়িনি। বিএনপি-আওয়ামী লীগের মধ্যেও এখন পর্যন্ত সংঘাত হয়নি এখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মানুষ ঠিকঠাক ভোট দিতে পারলে আমি অবশ্যই জয়ী হব।'

Advertisement

এমএবি/এলএ/এমকেএইচ