আইন-আদালত

নাটোর-১ : শিরিনেরই থাকছে ধানের শীষ

নাটোর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলের পরিবর্তে অধ্যক্ষ কামরুন্নাহার শিরিনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বারজজ আদালত।

Advertisement

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আগের প্রার্থী বিমলের আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বারজজ আদালত এই আদেশ দেন। আদালতে আজ কামারুন্নাহারের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ ও অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

গত ২০ ডিসেম্বর বিমলের পরিবর্তে কামারুন্নাহার শিরিনকে ধানের শীষ প্রতীক দিতে নির্দেশ দেন আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে নাটোর-১ আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলকে নির্বাচন করতে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। পরে দলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে নাটোর-১ আসনের কামরুন্নাহার শিরিন হাইকোর্টে রিট দায়ের করেন।

Advertisement

এফএইচ/এমএমজেড/এমএস