জাতীয়

নিলয় হত্যার দায় আনসারুল্লাহর অস্বীকার

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার কথা অস্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। সম্প্রতি জিহাদোলোজি নামের একটি ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই হত্যার দায় অস্বীকার করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলয় হত্যার পর আনসার আল ইসলাম নামে সংগঠন এর দায় স্বীকার করেছে, আনসারুল্লাহ নয়। আনসারুল্লাহ এবং আনসার আল ইসলামের ভিন্ন সংগঠন।এর আগে ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় দুর্বৃত্তরা নিলয়কে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পরপরই এর দায় স্বীকার করে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠায় আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠন। তবে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায় হত্যাকাণ্ডটি আনসারুল্লাহ ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ২ জন সদস্যকে গ্রেফতারও করে ডিবি পুলিশ। এবিষয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বলেন, ‘আনসার আল ইসলাম সত্যি হত্যাকাণ্ডে জড়িত কিনা কিংবা চিঠিটি কারা পাঠিয়েছে এবিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দায় স্বীকারের বিবৃতিটির সত্যতা পর্যালোচনা করা হচ্ছে।’ এআর/এসকেডি/এমএস

Advertisement