জাতীয়

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরের কালশী ও পল্লবীর সড়কে অবস্থান নিয়েছে পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন-ভাতার দাবিতে তারা সড়কে অবরোধ করে বিক্ষোভ করছে।

Advertisement

সোমবার সকাল ৯টা থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। এর ফলে মিরপুর-১০ নম্বর থেকে ১৪ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করে বলেন, ‘বেতন-ভাতার দাবিতে তারা রাস্তায় নেমেছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা রাস্তা থেকে সরে যান। পরিস্থিতি এখন স্বাভাবিক।’

প্রত্যক্ষদর্শীরা একজন শ্রমিক জানান, কালশীর একটি ২২ তলা গার্মেন্টসের শ্রমিকরাসহ আশপাশের বেশ কয়েকটি গার্মেন্টেসের শ্রমিকরা পাওনা বেতন-ভাতার দাবিতে মিরপুর ৬, ৭ ও ১২ নম্বরের রাস্তায় অবস্থান নিয়েছে। তবে তারা কোনো ভাঙচুর কিংবা নাশকতা করেনি।

Advertisement

সর্বশেষ দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিল।

এআর/এমবিআর/জেআইএম