দেশজুড়ে

মাগুরায় মুক্তিযোদ্ধাদের শোক র‌্যালি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদত বার্ষিকী এবং ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে শনিবার সকালে মাগুরায় শোক র‌্যালি করেছে মুক্তিযোদ্ধারা। র‌্যালিটি স্থানীয় নোমানী ময়দান থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য কামরুল লাইলা জলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর মাগুরা জেলা কমান্ডার মোল্ল্যা নবুয়ত আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মু. মাহবুবর রহমান, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান মো. রুস্তম আলী, মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক। সভায় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানায়। সেই সঙ্গে বর্বরোচিত এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ কর্মসূচির আয়োজন করে।মো.আরাফাত হোসেন/এসএস/এমএস

Advertisement