প্রবাস

আয়েবার ইসি মিটিং ২৬ জানুয়ারি

ইতালির সিসিলি দ্বীপের পর্যটন নগরী কাতানিয়াতে আগামী ২৬ জানুয়ারি ১৫তম ইসি মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। অল-ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) কার্যনির্বাহী পরিষদের পঞ্চদশ সভা। সমুদ্র তীরের অভিজাত ভেন্যুতে দিনব্যাপী সভায় ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতারা সভায় অংশ নেবেন।

Advertisement

জানা গেছে, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, বর্তমান ইতালি রোমে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বন্দরনগরী কাতানিয়া মিউনিসিপ্যালিটিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।

আয়েবা ২০১২ সালে গ্রিসের এথেন্সে প্রথম গ্র্যান্ড কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত ছয় বছরে প্যারিসে অবস্থিত সদর দফতর থেকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যথা সময়ে সোচ্চার ও কার্যকর ভূমিকা পালন করার মধ্য দিয়ে আয়েবা ইতোমধ্যে ইউরোপের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের কাছে আলোচিত সক্রিয় সংগঠনে পরিণত হয়েছে।

আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিন এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে আয়েবা ইউরোপের বিভিন্ন দেশের প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গেও নীবিড় সম্পর্ক স্থাপন করেছে প্রবাসীদের স্বার্থে।

Advertisement

২০১৫ সালে পর্তুগালের লিসবনে দ্বিতীয় গ্র্যান্ড কনভেনশনের ধারাবাহিকতায় তিন বছরের ব্যবধানে ২০১৮ সালে তৃতীয় গ্র্যান্ড কনভেনশন অনুষ্ঠিত হবার কথা থাকলেও অনিবার্য কারণে তা ২০১৯ সালে ইউরোপের কোনো একটি রাজধানী শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এই কনভেনশন ঘিরে যাবতীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক বিভিন্ন বিষয়াদি চূড়ান্ত হবে ২৬ জানুয়ারি সিসিলিতে আয়েবা কার্যনির্বাহী পরিষদের পঞ্চদশ সভায়।

কার্যনির্বাহী পরিষদের এবারের সভাটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব পালন শুরু করবে। সূত্রে জানা যায়, প্রবাসীদের কল্যাণে নতুন সরকার সঠিক পলিসি নিয়ে কাজ করতে পারে। এজন্য সুনির্দিষ্ট বেশকিছু প্রস্তাবনা থাকবে সিসিলি থেকে।

এমআরএম/জেআইএম

Advertisement