আইন-আদালত

দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত চেয়ে আপিল আবেদন

দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ও নীলফামারী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করা হয়েছে।

Advertisement

রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আসন দুটির প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই আবেদন করেন বলে জানা গেছে।

সৈয়দ জাহাঙ্গীর আলম এবং মো. আমজাদ হোসেন সরকারের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, বিএনপির ধানের শীষের প্রার্থী দিনাজপুর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম এবং নীলফামারী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের মনোনয়নপত্র নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছিলেন।

পরে রিট মামলার মাধ্যমে হাইকোর্ট তাদের মনোয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। কিন্তু আসন দুটির প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করেন। আবেদন দুটির ওপর আগামীকাল সোমবার আপিল বিভাগের চেম্বারজজ আদালতে শুনানি হতে পারে।

Advertisement

এফএইচ/জেএইচ/জেআইএম