আইন-আদালত

দুলুর জামিন শুনানি ৩১ ডিসেম্বর

রাজধানীর শেরেবাংলা নগর থানার নাশকতার একটি মামলায় গ্রেফতার বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অধিকতর জামিন শুনানির জন্য আগামী ৩১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

Advertisement

রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ইলিয়াস মিয়া জামিন শুনানি শেষে অধিকতর জামিন শুনানির জন্য এই দিন ধার্য করেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু ইউসুফ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ ডিসেম্বর সকালে গুলশানের বাসা থেকে দুলুকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় শেরেবাংলা নগর থানায় করা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

Advertisement

অপরদিকে দুলুর আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।

২০১৫ সালের হরতাল-অবরোধ চলাকালে শেরেবাংলা নগর থানায় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়। চার্জশিট আসার পর তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

দুলুকে গ্রেফতারের পর ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জাগো নিউজকে বলেন, ‘শেরেবাংলা নগর থানায় দুলুর বিরুদ্ধে একটি নাশকতার মামলা ছিল। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।’

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বহাল রেখেছেন। এ রায়ের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে নামতে তার পথ আটকে গেল।

Advertisement

আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময় শেষ হয়েছে। ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ হওয়ায় প্রার্থী ও তাদের সমর্থকরা এখন প্রচারণা চালাচ্ছেন। আগামী ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

জেএ/বিএ/জেআইএম