সুপ্রিম কোর্টের মাজার মসজিদে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে মসজিদের পেছনের দিকের দরজা-জানালার গ্রিল কেটে ভেতরে থাকা ১১টি সিন্দুকের সব টাকা নিয়ে গেছে চোরেরা। সুপ্রিম কোর্টে কমরত গোয়েন্দা অফিসার নাজমুল হুসাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি জানান, সিসিটিভির ক্যামেরায় দেখা যাচ্ছে, মুখোশধারী কিছুলোক মসজিদের ভেতরে থাকা সিন্দুক ভেঙে অর্থ নিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১১টি সিন্দুক থেকে আনুমানিক ১২ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।
নাজমুল হুসাইন আরও জানান, ১১টি সিন্দুক বাদেও পুরাতন একটি সিন্দুক থেকে মূল্যবান স্বর্ণালঙ্কার এবং আরও বেশি টাকা (১২ লাখেরও বেশি) নেয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ঠিক কত টাকা নেয়া হয়েছে তা হিসাব না করে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, ওই সিন্দুকটি বছরে একবার খোলা হয় এবং এতে টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার রাখা হয়। অন্যান্য সিন্দুকগুলোতে শুধু টাকা রাখা হয় এবং ১৫-২০ দিন পরপর খোলা হয়।
Advertisement
সর্বশেষ তথ্য অনুযায়ী, কীভাবে চুরি সংঘটিত হয়েছে তা অনুসন্ধানে মসজিদের ভেতরে গোয়েন্দারা কাজ করছেন।
এফএইচ/এসআর/এমএস