রাজনীতি

‘চট্টগ্রামবাসী নয়, বাদল নিজে ছিলেন ফকিন্নির পুত’

১০ বছর আগে চট্টগ্রামবাসী ফকিন্নির পুত ছিল বলে মন্তব্য করেছিলেন জাসদ নেতা এমপি মঈন উদ্দিন খান বাদল। গত মঙ্গলবার নগরীর লালদিঘী মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে দেয়া তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

Advertisement

তিনি বলেন, ‘চট্টগ্রামের মানুষ ফকিন্নির পুত নয়, বাদল সাহেব নিজে মানসিক ও রাজনৈতিকভাবে ফকিন্নির পুত ছিলেন। আওয়ামী লীগের নৌকার ওপর ভর করে তিনি রাজার পুতে পরিণত হয়েছেন।’

শনিবার (২২ ডিসেম্বর) সকালে নগরের চাদগাঁও থানার বৃহত্তর মোহরা এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন- ১০ বছর আগে আমরা ছিলাম ফকিন্নির পুত : এমপি বাদল

Advertisement

এর আগে গত ১৯ ডিসেম্বর নগরীর লালদিঘী মাঠে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে জাসদ নেতা ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের মহাজোট প্রার্থী, বর্তমান এমপি মঈন উদ্দিন খান বাদল বলেন, ‘ঢাকা থেকে আপনি যে আমাদের সঙ্গে কথা বলছেন এটাই ডিজিটাল বাংলাদেশ। কখনও কল্পনা করি নাই এটা সম্ভব হতে পারে ৷ ১০ বছর আগে আমরা ছিলাম ফকিন্নির পুত, ১০ বছর পরে আমরা এখন রাজপুত।’

এর পর থেকে তার এ বক্তব্য নিয়ে চট্টগ্রামের লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে মানুষের তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়।

শনিবার বাদলের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পথসভায় আবু সুফিয়ান বলেন, ‘মঈন উদ্দিন খান বাদল চট্টগ্রামের মানুষের শত বছরের ঐতিহ্যের ওপর কালিমা লেপন করেছেন। চট্টগ্রামের মানুষকে দেশে ও বিদেশে হেয় প্রতিপন্ন করেছেন। বনেদি ব্যবসায়ী ও ধনাঢ্য শ্রেণির মানুষ হিসেবে দেশে-বিদেশে চট্টগ্রামের যে সুখ্যাতি, তা এক ধুলোয় মিশিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বাদল সাহেব গত ১০ বছর ক্ষমতায় থেকে কালুরঘাট সেতু নির্মাণ করতে পারেননি। কিন্তু এখন নির্বাচনে এসে ৬ মাসের মধ্যে সেতু করবেন বলে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা (জনঘন) বিভ্রান্ত না হয়ে ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিন।’

Advertisement

গণসংযোগে সুফিয়ানের সঙ্গে ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি ও মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু ও আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীসহ নেতাকর্মীরা।

জেডএ