অর্থনীতি

ব্লকে ১১ কোটি টাকার শেয়ার লেনদেন কমেছে

গত সপ্তাহের চার কার্যদিবসে ২৬ প্রতিষ্ঠান ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলোর ৭৭ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের সপ্তাহের তুলনায় ১০ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকা কম। আগের সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয় ৮৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার।

Advertisement

ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রেনেটা, কনফিডেন্স সিমেন্টে, লাফার্জহোলসিম, আইটি কনসালটেন্টস, ইস্টার্ন কেবলস, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিক, এসকে ট্রিমস, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক, বেক্সিমকো ফার্মা, বাটা সু, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, এক্সিম ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, প্রাইম ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং, ইনটেক লিমিটেড এবং জেএমআই সিরিঞ্জ।

কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। কোম্পানিটির ২১ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা কনফিডেন্স সিমেন্টের ১৫ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম।

এ ছাড়া আইটি কনসালটেন্টসের ৭ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা, ইস্টার্ন কেবলসের ৬ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৫ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা, মুন্নু সিরামিকের ২ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা, এসকে ট্রিমসের ২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Advertisement

বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকার কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ইউনাইটেড পাওয়ারের ৯৪ লাখ ৭০ হাজার টাকা, অলিম্পিকের ৮৬ লাখ ৪০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৭৪ লাখ ৫০ হাজার টাকা, বাটা সু’র ৫২ লাখ ৬০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৫০ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ারের ৪০ লাখ ৯০ হাজার টাকা এবং এক্সিম ব্যাংকের ৩৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এককভাবে ব্লক মার্কেটে ৩০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের ২৯ লাখ ৬০ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ২৯ লাখ টাকা, প্রগতি ইন্স্যুরেন্সের ২৫ লাখ ২০ হাজার টাকা, ফাইন ফুডসের ১৯ লাখ টাকা, মেঘনা লাইফের ১৪ লাখ ৪০ হাজার টাকা, বিএসআরএমের ১৩ লাখ ৭০ হাজার টাকা, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬ লাখ ৭০ হাজার টাকা, ইনটেকের ৫ লাখ ২০ হাজার টাকা এবং জেএমআই সিরিঞ্জের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএএস/এনএফ/এমএস

Advertisement