চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল নেতাদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান।শুক্রবার সংগঠনটির দফতর সম্পাদক মো: আবদুস সাত্তার পাটওয়ারী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, আওয়ামী সরকার তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরকে নিয়ন্ত্রনে ব্যর্থ হয়ে বিরোধী ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উপর খড়গহস্তে স্টীম রুলার চালাচ্ছে। তারা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টায় লিপ্ত আছে।পুরো দেশ আজ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা এই অবৈধ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দেশবাসী আজ আওয়ামী সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। ছাত্রদলের শীর্ষ এ দুই নেতা বলেন, আইনের শাসন আজ বাংলাদেশে নির্বাসিত। না হলে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে রাজনৈতিক মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা আদালতে জামিন প্রার্থনা করলে তদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ বিরোধী মতের মানুষের আইনের অধিকার পাওয়ার পথকে সংকুচিত করলো। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রসঙ্গত, ২০ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ মো. ইউনুছসহ ফরিদগঞ্জ উপজেলার ৩৮ বিএনপি কর্মী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেন আদালত।এদিকে আরেক বিবৃতিতে নেতৃদ্বয় চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউল মাওলা কচিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক উদ্দেশ্যমূলকভাবে হয়রানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।এমএম/এআরএস
Advertisement