প্রবাস

আমিরাতে ‘প্রজন্মচিত্তে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

সংযুক্ত আরব আমিরাতে প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় প্রকাশনা ‘প্রজন্মচিত্তে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আবুধাবির সেন্ড মেরিন রেস্টুরেন্টের হল রুমে বুধবার (১৯ ডিসেম্বর) এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক এস এম আবু তাহেরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আবুধাবি শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবীবুল খন্দকার।

অধ্যাপক রায়হান জামিল, বাংলাদেশ স্কুলের অধ্যাপক মীর আনিছুল হাসান, ইমরাদ হোসেন ইমু, বেলায়ত হোসেন হিরু, মোহাম্মদ আলমগীর চৌধুরী-সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আদর্শ বুকে নিয়ে আগামীতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছেন ‘প্রজন্ম বঙ্গবন্ধু’ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির নেতারা।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সুস্থ মানবতার সেবার ধারাবাহিকতা রক্ষা করতে সংগঠনটির কর্মীরা নিয়োজিত থাকার অঙ্গীকার করেন সভা থেকে। পরে দেশ, জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।

Advertisement

এমআরএম/এমকেএইচ