ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদারের প্রচারকেন্দ্রে হামলার ঘটনায় করা মামলায় একদিনের রিমান্ড শেষে ১০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
Advertisement
শুক্রবার (২১ ডিসেম্বর) এক দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক সাহাবুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবারই তাদের গ্রেফতার করা হয়।
আসামিরা হলেন- আনোয়ার হোসেন (শিবিরকর্মী), আহসান উল্লাহ (জামায়াত কর্মী), গোলাম রব্বানী (শিবিরকর্মী), রওনক হোসেন, মিজানুর রহমান, মো. হাসান, জহিরুল ইসলাম, মাওলানা আমির হামজা, ফিরোজ আহম্মেদ ও ইছাহাক।
Advertisement
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কামাল মজুমদারের মিরপুরের ৬০ ফুট সড়ক সংলগ্ন মোল্লাপাড়ার প্রচারকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। হামলায় ডি ওয়ার্ডের শ্রমিক নেতা হারুন উর রশিদ আহত হয়েছেন। আহত হারুন বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন।
এই আসনে কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে লড়ছেন ২০ দলের মনোনীত প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।
জেএ/জেডএ/পিআর
Advertisement