মধ্য ইউরোপরে দেশ চেক প্রজাতন্ত্রে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন পোল্যান্ডের আর বাকি দু’জন চেক প্রজাতন্ত্রের নাগরিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
শুক্রবার দেশটির রাষ্ট্র পরিচালিত ওকেডি কোম্পানির ওই কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কোম্পানির কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার কারাভিনা শহরের কাছেই ওই কয়লাখনিতে আটশ মিটারেরও বেশি গভীর একটি সুড়ঙ্গে মিথেন গ্যাসের বিস্ফোরণে কয়েক জায়গায় ধস নামে।
ওকেডি’র মুখপাত্র ইভো চেলেকোভস্কি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গতকালের খনি বিস্ফোরণের ঘটনায় ১৩ জন খনি শ্রমিক প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে এগারো জনই পোল্যান্ডের নাগরিক।
দেশটির স্থানীয় বার্তাসংস্থা সিটিকে’র এক প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালের মর্মান্তিক খনি দুর্ঘটনার পর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ খনি বিস্ফোরণের ঘটনা। কারাভিনার সেই খনি বিস্ফোরণের ঘটনায় ৩০ জন খনি শ্রমিক প্রাণ হারান।
Advertisement
ওকেডি’র ব্যবস্থাপনা পরিচালক বলেস্লাভ কওয়াল্কজিক বলেন, আলোক স্বল্পতার কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। ‘আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আর কোথাও চলাচল করার উপায় নেই। কেননা সেখানে অগ্নিকাণ্ডের সম্ভাবনা রয়েছে আর সামান্য আলোও নেই।’ ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এসএ/এমকেএইচ