মৃত্যুর আগে কাউকে না জানিয়ে দু`টি চোখ দান করে গেছেন প্রাণ-আরএফএল গ্রুপের সাবেক প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী। শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমজাদ খান চৌধুরীর ছোট ভাই বশির খান চৌধুরী স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা জানান। স্মরণসভার আয়োজন করে ঢাকাস্থ বৃহত্তর রাজশাহী ও নাটোর জেলা সমিতি। বশির খান চৌধুরী বলেন, আমজাদ খান চৌধুরী তার বাবা, মা, ভাই, বোনসহ পরিবারের সবাইকে অনেক ভালোবাসতেন। তিনি অনেক পড়ালেখা করতেন এবং খাবারের খুব শখ ছিল তার। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সর্বশেষ যখন আমজাদ খান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ হয় তখন বুকে জড়িয়ে ধরে আমাকে আদর করেন এবং তার (আমজাদ খান চৌধুরী) সন্তানদের বলেছিলেন, আমার ভাইদের সঙ্গে তোমরা কখনো বেয়াদবি করো না। তিনি আরো বলেন, সর্বশেষ মৃত্যুর দুই ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র থেকে আমাকে ফোন করেন আমাজাদ খান চৌধুরী। এসময় তিনি বলেন, টেক কেয়ার ইউরসেলফ, আই এম ভেরি সিক। তোমার সঙ্গে হয়তো আর দেখা হবে না। দেশের সমস্যা কি? এক কথায় বড় ভাই আমজাদ খান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেছিলেন, কর্মসংস্থান সমস্যাই দেশের বড় সমস্যা। কর্মসংস্থান সমস্যার সমাধান করতে পারলে দেশে দারিদ্রতা কমে যাবে। কোন দিন বড় ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি এমনকি মনোমালিন্য হয়নি জানিয়ে বশির খান চৌধুরী বলেন, সব সময় তিনি পরিবারের সবাইকে একসঙ্গে থাকার পরামর্শ দিতেন।স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা আমজাদ খান চৌধুরীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এতে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি এবং বৃহত্তর রাজশাহী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এমএম/এএইচ/এমএস
Advertisement