খেলাধুলা

ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগারের রেকর্ডটা নিজের করে নেয়ার খুব কাছে চলে গিয়েছিলেন, অল্পের জন্য হয়নি সে রেকর্ড। তবে হোম অব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিজের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারের রেকর্ডটা ঠিকই করে ফেলেছেন সাকিব।

Advertisement

২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করছিলো ক্যারিবীয়রা। দলের পেসাররা যখন তাদের থামাতে ব্যর্থ, তখন বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান।

ইনিংসের পঞ্চম ওভারে নিজের প্রথম ওভার বোলিং করতে এসে দ্বিতীয় বলেই ছক্কা হজম করেন তিনি। পরের বলেই ছক্কা হাঁকানো নিকোলাস পুরানকে সাজঘরের ঠিকানা দেখিয়ে দেন সাকিব। আর নিজের স্পেলে এরপরের ২১ বলে হজম করেননি কোনো বাউন্ডারি। প্রথম ওভারে ছক্কাসহ ১০ রানে নেন ১টি উইকেট।

আবার যখন ক্যারিবীয়রা নিজেদের গুছিয়ে নিচ্ছিলো, ঠিক তখনই ইনিংসে এগারোতম ওভারে আবারও বোলিংয়ে আসেন সাকিব। এবার ফেরান দুই ব্যাটসম্যানকে। সাকিবের ঘূর্ণিজালে আটকা পড়েন বিপদজনক ব্যাটসম্যান শিমরন হেটমায়ার ও ড্যারেন ব্রাভো। এ ওভারে সাকিব খরচা করেন মাত্র ৪ রান।

Advertisement

১৩তম ওভারে সাকিব যখন নিজের তৃতীয় ওভারে বোলিং করতে আসেন তখন অপরপ্রান্তে খেলছেন ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। দুই অধিনায়কের লড়াইয়ে জয়টা সাকিবেরই। মুশফিকুর রহীম স্টাম্পিং করে ব্র্যাথওয়েটের বিদায় ঘণ্টা বাজান, চতুর্থ উইকেট পেয়ে যান সাকিব। এই ওভারে একটি ওয়াইডসহ খরচ হয়ে যায় ৬টি রান।

ইনিংসের ১৫তম ওভারে নিজের সেরা ওভারটি করেন সাকিব। প্রথম বলেই দারুণ এক আর্মারে ফিরিয়ে দেন ফ্যাবিয়েন অ্যালেনকে। গড়ে ফেলেন এই ফরম্যাটের ক্রিকেটে নিজের সেরা বোলিংয়ের রেকর্ড। শেষের পাঁচ বলে আর মাত্র একটি উইকেট দরকার ছিলো বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগারের রেকর্ড করতে।

ওভারের শেষ বলে উইকেটের মাঝে বেঁধে ফেলেছিলেন রভম্যান পাওয়েলকে; কিন্তু সাকিবের জোরালো লেগ বিফোরের আবেদন আম্পায়ার নাকচ করে দিলে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় ৫ উইকেট নিয়েই থামে সাকিবের দুর্দান্ত এ বোলিং স্পেল।

বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ডটা ইলিয়াস সানির দখলে। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১৩ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন সানি। এরপরই চলে এলো সাকিবের আজকের বোলিং।

Advertisement

এ দুইজন ব্যতীত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে কেবল মোস্তাফিজুর রহমানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে বিখ্যাত ইডেন গার্ডেনসে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি এ পেসার।

এসএএস/আইএইচএস/জেআইএম