দেশজুড়ে

বিএনপির ৪৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিলেন আ.লীগ নেতা

বিএনপির ৪৮০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করলেন নাটোরের হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

Advertisement

এ মামলায় সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক বজলার রহমান বাচ্চু, উপজেলা সহ-সভাপতি শাখাওয়াত হোসেন শাখা, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন বাবু, সাইদুর রহমান সাধু, শফিকুল ইসলাম রমিম, যুবদলের সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-কাফি, বিএনপি নেতা পৌরসভার কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, শহর ছাত্রদলের সভাপতি পলাশসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মামলায় অজ্ঞাত আরও ৩৫০ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৪ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদসহ বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে গণসংযোগ করতে হাতিয়ান্দহ ইউনিয়নে যায় এবং আওয়ামী লীগ নেতাদের অকথ্য ভাষায় গালি দেয়।

আওয়ামী লীগের নির্বাচনী অফিস বুদার বাজার এসে প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলে এবং কাঠের তৈরি নৌকা ভেঙে ফেলে। এছাড়া আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন মারপিট ও খুনের হুমকি দেয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Advertisement

সিংড়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি প্রার্থী দাউদার মাহমুদ বলেন, সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অফিস ভেঙে বিএনপি নেতাদের ওপর দোষ চাপিয়ে মামলা দিয়েছে।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

Advertisement