দেশজুড়ে

ফতুল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় লুঙ্গি বাবুর স্বীকারোক্তি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত বাস থামিয়ে ব্যবসায়ী নূরুল ইসলামকে গুলি করে হত্যার দায় স্বীকার করলো গ্রেফতারকৃত বাবু ওরফে লুঙ্গি বাবু।শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে বাবুর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হয়।  এ নিয়ে এ হত্যার ঘটনায় তিনজন জবানবন্দী দিল। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, গত ৩ আগস্ট রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকাতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নারায়ণগঞ্জগামী উৎসব পরিবহনের চলন্ত বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে (৪০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।  এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করে।  ৮ আগষ্ট নুরুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ৯ জনকে।  তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি।  ওই ৯ জনের একজন বাবু ওরফে লুঙ্গি বাবুকে অস্ত্র মামলায় প্রথমে তিন দিন পরে আবারও তিনদিন এবং আরও ১দিনের রিমান্ডে নেয় পুলিশ।  পরে তাকে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।  শাহাদাৎ হোসেন/এমএএস/এমএস

Advertisement