দেশজুড়ে

কমলনগরে আ.লীগ অফিসে আগুন, ২ বিএনপি নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের নৌকার নির্বাচনী অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় যুবলীগ কর্মী মো. আলম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে থানায় এ মামলা করেন। এ ঘটনায় মামলার প্রধান আসামি কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন সেলিমসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই অফিসটি লরেন্স বাজারের পূর্ব পাশে পাটোয়ারী পাড়ায় অবস্থিত। ঘটনার সময় আতঙ্ক সৃষ্টি করতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন কয়েকটি চেয়ার, ব্যানার ও বেশ কয়েকটি পোস্টার পুড়ে যায়। এ ঘটনায় উপজেলা ওই ওয়ার্ড যুবলীগের কর্মী মো. আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

কাজল কায়েস/এএম/এমকেএইচ