আইন-আদালত

হলফনামার তথ্য ভোটারদের কাছে বিতরণের নির্দেশনা চেয়ে রিট

প্রার্থীদের হলফনামার তথ্যাদি মুদ্রিত লিফলেট আকারে ছাপিয়ে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের কাছে বিতরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

Advertisement

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিটটি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

রিটে নির্বাচন কমিশন ও কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। রিটের ওপর আগামী ২৪ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিককারীর আইনজীবী।

রিটে বলা হয়েছে, একটি গুণগত ও সঠিক নির্বাচনের মাধ্যমে সঠিক এবং যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের জন্য সব প্রার্থীর ব্যক্তিগত তথ্যাবলি ভোটারদের জানানো না হলে যোগ্য প্রার্থী নির্বাচন যথাযথ হয় না। আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) এবং নির্বাচনী ম্যানুয়াল চ্যাপ্টার সেভেনে বিষয়গুলো স্পষ্টভাবে বলা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এ সংশ্লিষ্ট লিফলেট বিতরণ করা হয় না। তাই ওসব লিফলেট প্রচারের রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। এফএইচ/জেডএ/এমকেএইচ

Advertisement