ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য পদ পেয়েছেন ৫১ জন। এর মধ্যে স্থায়ী ১২ জন ও সহযোগী সদস্য ৩৯ জন। শুক্রবার বিকেলে ডিআরইউ কার্যালয়ে টানানো নতুন তালিকা থেকে এ তথ্য জানা গেছে। বাছাই কমিটির আহ্বায়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী স্বাক্ষরিত তালিকায় স্থায়ী সদস্য হলেন- আশরাফ উল আলম (কালের কন্ঠ), অনিমেষ কর (ইন্ডিপেন্ডেন্ট টিভি), শামসুজ্জামান সামস্ (ভোরের কাগজ), এস এম আব্বাস (বাংলা নিউজ ২৪.কম), শফিক শাহীন (এনটিভি), তামিম হাসান (নয়া দিগন্ত), আব্দুল্লাহ জেয়াদ (দিনকাল), শামীমা আক্তার (আরটিভি), শাহজাহান সাজু (খবরপত্র), হাসান জাভেদ (এনটিভি), জয়নাল আবেদিন (আরটিভি) ও মঞ্জুরুল আলম পান্না (একুশে টিভি)।সহযোগী সদস্যরা হলেন- মো. রোকনউজ্জামান (বাংলাভিশন), গোলাম কাদির রবু (এটিএন নিউজ), কামরুজ্জামান বাবলু (যায়যায়দিন), আব্দুল্লাহ আল রায়হান (এস এ টিভি), শাহাদাত হোসেন (যমুনা টিভি), মাহমুদ শাওন (দীপ্ত টিভি), মো. ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক), মো. রাকিব উদ্দিন (সংবাদ), মো. জাহিদুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), এইচ এম নূর আলম পিন্টু (এস এ টিভি), রাজীব আহম্মদ (সমকাল), জাকিয়া আহমেদ (বাংলা ট্রিবিউন), হাবিবুর রহমান পলাশ (এশিয়ান টিভি), মো. মোসকায়েত মাশরেক (রেডিও টুডে), নূর মোহাম্মদ (মানবজমিন), ওবায়েদ অংশুমান (যুগান্তর), সায়ীদ আবদুল মালিক (ইনকিলাব), আসাদুজ্জামান আজম (অর্থসূচক), কামরুন নাহার (ফিনান্সিয়াল এক্সপ্রেস), আফরিন জাহান (বিটিভি), সৈকত সাদিক (দেশটিভি), আহাদ হোসেন টুটুল (দীপ্ত টিভি), মো. মাজাহারুল ইসলাম (আমাদের অর্থনীতি), এন আর সোহেল (ভোরের ডাক), শাহিদ বাপ্পী (আমাদের সময়), মোহাম্মদ আল মাসুম মোল্লা (ঢাকা ট্রিবিউন), আতাউর রহমান (সমকাল), খন্দকার হানিফ রাজা (দেশ বাংলা), মো. আকবর আলী (দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম), রুমানা আফরোজ রাখি (আমাদের সময়), সাজ্জাদ হোসেন (আলোকিত বাংলাদেশ), মশিউর রহমান রুবেল (জনতা), জিহাদুর রহমান জিহাদ (বিটিভি), মো. নাফিউল ইসলাম লিংকন (চ্যানেল টুয়েন্টিফোর), শফিকুল ইসলাম (নয়া দিগন্ত), সন্জয় দাস (৭১ টিভি), কুতুব উদ্দিন জসিম (জনকন্ঠ), মো. কবিরুল ইসলাম (আজকের পত্রিকা), জাহাঙ্গীর কিরণ (মানবকন্ঠ)।এএইচ/এমএস
Advertisement