প্রবাস

কুয়েতে বিএমসির দফতরে বিজয় দিবস উদযাপন

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট, বিএমসির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর জোহরের নামাজের পরে বিএমসি সদর দফতর সোবহান ক্যাম্পে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Advertisement

এ সময় কুয়েতের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পদবীর কর্মকর্তা ও সৈনিকরা উপস্থিত ছিলনে। বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান, এনডিসি, পিএসসি অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

বক্তারা বলেন, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। একই সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন। তাদের মাথা অবনত করার দিন। যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণের দিন

এমআরএম/এমকেএইচ

Advertisement