প্রবাস

সাইফুল-ফরিদাকে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অভিনন্দন

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও সাধারণ সম্পাদক পদে ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে সাংবাদিকদের সর্ববৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম অল-ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব।

Advertisement

সংগঠনটির সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপ এবং সাধারণ সম্পাদক জমির হোসেন বিবৃতিতে এ শুভেচ্ছা জানান। অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুল (জাগো নিউজ, বার্সেলোনা), সহ-সভাপতি রিয়াজ হোসেন (চ্যানেল এস, ইতালি), সহ-সভাপতি মিনহাজুল আলম মামুন (এটিএন বাংলা, মাদ্রিদ), সহ-সভাপতি মাহবুব সুয়েদ (বাংলা পিটি পর্তুগাল), সহ-সভাপতি ফারুক আহাম্মেদ মোল্লাহ (এনটিভি, বেলজিয়াম), সহ-সভাপতি নুরূল ইসলাম (নয়া দিগন্ত ফ্রান্স), সহ-সভাপতি আখি সীমা কাওসার (লন্ডন টাইমস নিউজ, ইতালি), যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ বাহার (এনটিভি, জার্মানি)।

এ ছাড়া যুগ্ম সম্পাদক জুহুরুল হক (বাংলার দর্পন, পর্তুগাল), যুগ্ম সম্পাদক সাহেদ আহমেদ (এম আই বি, ফ্রান্স), যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ (বাংলা টিভি মাদ্রিদ), সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ (এনটিভি, পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান (ডিটিভি, ইতালি), সাংগঠনিক সম্পাদক শফিউল শাফি (আর টিভি, ডেনমার্ক), সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান পাভেল (জাগো নিউজ, পর্তুগাল) অর্থ সম্পাদক মাহবুবুর রহমান (এনবিআই নিউজ, ফ্রান্স)।

প্রচার সম্পাদক রাসেল আহম্মেদ (এম আই বি, পর্তুগাল), দফতর সম্পাদক মোহাম্মদ নুরুল আলম (ইউরোপের কথা, ফ্রান্স), ক্রীড়া সম্পাদক সাইফুল আমিন (সময় টিভি মাদ্রিদ), সাংস্কৃতিক সম্পাদক তামিম হাসান (এসিয়ান টিভি অস্ট্রিয়া), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমির হোসেন লিটন (ডিবিসি, রোম), মহিলা সম্পাদিকা মনিকা ইসলাম (আনন্দ টিভি, ইতালি)।

Advertisement

আন্তর্জাতিক সম্পাদক আশরাফ জানু (চ্যানেল আই ইতালি), অভিবাসী সম্পাদক জুম্মন মাদবর অনিক (ভেনিস), সদস্য খান রিপন, অ্যাডভোকেট আনিসুজ্জামান, আহসান উল্লাহ, মিল্টন রহমান ফেরদৌসী সুলতানা প্রমুখ শুভেচ্ছা জানান।

প্রবাসী সাংবাদিকরা মনে করেন জাতীয় প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিকদের ভ্রাতৃত্ববোধের অন্যতম স্থান। সাংবাদিকদের সুখ-দুঃখ জড়িয়ে আছে এই ক্লাবের সঙ্গে। সাইফুল-ফরিদাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে যোগ্য একটি প্যানেলকে বেছে নিলেন সাংবাদিকদরা। আগামী দুই বছর এই প্যানেল সাংবাদিকদের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবে বলে প্রবাসী সাংবাদিকরা প্রত্যয় ব্যক্ত করেন।

এমআরএম/জেআইএম

Advertisement