ভালো ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম দিনের মত দ্বিতীয় দিন শেষেও এগিয়ে রয়েছে ভারত। অন্যদিকে কৌশল সিলভার অর্ধশতকের পরও দিনটি নিজেদের করে নিতে পারেনি শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ভারতকে ৩৯১ রানে অলআউট করার পর ৩ উইকেটে ১৪০ রান করেছে স্বাগতিকরা।শুক্রবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ৩১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে ভারত। উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার অর্ধশতকে চারশত রান করে সফরকারীরা। শেষ ৪ উইকেটে ৭৪ রান যোগ করে তারা। ১১৭ বলের ৬টি চারের সাহায্যে ৫৬ রান করেন সাহা। এছাড়া অমিত মিশ্র করেন ২৪ রান।শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ ৮১ রানে ৪ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট পান ধাম্মিকা প্রসাদ, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দুশমন্ত চামিরা।ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। দলীয় ১ রানেই ফিরে যান ওপেনার দিমুথ কারুনারাত্নে। এরপর সাঙ্গাকারাকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আরেক ওপেনার কৌশল সিলভা। ক্যারিয়ার শেষ টেস্ট খেলতে নেমে ৩২ রানে আউট হন কুমার সাঙ্গাকারা। রবিচন্দন অশ্বিনের বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে সাজঘরে ফেরান ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তীকে। ১১৮ বলে ৮টি চারে ৫১ রানে থামে কৌশল সিলভার ইনিংস। লাহিরু থিরামান্নে ২৮ এবং অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ১৯ নিয়ে শনিবার সকালে আবার ব্যাট করতে নামবেন। ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান করেছিল ভারত। রাহুল লোকেশ ১০৮, অধিনায়ক বিরাট কোহলি ৭৮ ও রোহিত শর্মা ৭৯ রান করেন। আরটি/আরএস/এমএস
Advertisement