দেশজুড়ে

না.গঞ্জে ২৮ শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী রফতানি প্রক্রিয়াকরণ এলাকাতে (ইপিজেড) বিদেশি মালিকানাধীন রফতানিমুখী ইপিক গার্মেন্টে গত দুই দিনে ২৮ জন শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।  তাদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকার মহাখালীস্থ আইসিডিডিআরবি (কলেরা) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পরেই একে একে ওই ২৪ শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  আর একই কারখানায় শুক্রবার সকালে আরো ৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদেরকেও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।জানা গেছে, আদমজী ইপিজেডে হংকং ও চায়নার যৌথ মালিকানাধীন ইপিক-১ গার্মেন্টে কয়েক হাজার শ্রমিক কাজ করে।  বৃহস্পতিবার দুপুরে কারখানায় খাবারের পর মাথা ব্যথা ও বমির সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়।  এভাবে একসঙ্গে একাধিক নারী ও পুরুষ শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। প্রথমে কারখানার নিজস্ব ডাক্তাররা বিষয়টি তদারকি করলেও অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডায়ারিয়া ওয়ার্ডে পাঠানো হয়।  পরে তাদের মধ্যে জেসমিন, আকলিমা ও নূর জাহানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মহাখালীস্থ আইসিডিডিআরবি (কলেরা) হাসপাতালে ভর্তি করা হয়েছে।নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক নাসির জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার ২৪ জন ১০০ শয্যায় ভর্তি হয়েছিলেন।  তার মধ্যে ৩ জনকে ঢাকার কলেরা হাসপাতালে ও বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।  শুক্রবার সকালে আরো ৪ জন ১০০ শয্যায় এসেছিলেন তাদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।  ৩ জন ভর্তি রয়েছেন।নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান জাগো নিউজকে জানান, হংকং ও চায়নার যৌথ মালিকানাধীন ইপিক-১ গার্মেন্টটিতে অন্তত ৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছে।  যদি খাবারের থেকে শ্রমিকরা ডায়ারিয়ায় আক্রান্ত হতো তাহলে আক্রান্তের সংখ্যা আরো বেশি হতো।  হয়তো পানি থেকে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।  এছাড়া গার্মেন্টটিতে অনেক শ্রমিকই বাড়ি বা হোটেল থেকে খাবার এনে খেতেন।  সেটা থেকেও আক্রান্তের ঘটনা ঘটতে পারে।  তবে যেটাই হোক না কেন গার্মেন্টটির মালিকপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গেই নিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুণরাবৃত্তি না হয়। শাহাদাৎ হোসেন/এমএএস/এমএস

Advertisement