দেশজুড়ে

‘শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে সরে দাঁড়ালাম’

ফেনী-৩ আসনে নির্বাচন থেকে অবশেষে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল বাশার। বুুধবার গণভবনে বৈঠকে আওয়ামী লীগ সভাপতির অনুরোধে নির্বাচন থেকে সরে যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার।

Advertisement

জানা যায়, গণভবনে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেলারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর একটি বৈঠকে মিলিত হন স্বতন্ত্র প্রার্থী আবুল বশর। ওই বৈঠকে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। সেখানে মাসুদ উদ্দিন চৌধুরীকে নির্বাচিত করতে দুই প্রার্থী বেশ কয়েকজন নেতাকে নিয়ে আবারও বৈঠকে মিলিত হন। পরে তাদের মধ্যে নির্বাচন নিয়ে একটা সমন্বয় হয়।

এদিকে, আবুল বাশার সরে যাওয়ায় তার সমর্থকদের মধ্যে হতাশা এবং মহাজোট থেকে একক প্রার্থী হিসেবে মাঠে থাকায় মাসুদ চৌধুরীর সমর্থকরা আনন্দ করছেন।

এ বিষয়ে আবুল বাশার বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে আমি নির্বাচন থেকে সরে গেছি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে মহাজোটের প্রার্থীর সমর্থনে মাঠে কাজ করব।

Advertisement

রাশেদুল হাসান/এএম/আরআইপি