আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,১৫ আগস্টেরই আরেকটি সংস্করণ ২১ আগস্ট গ্রেনেড হামলা। রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিলো। তাই দ্রুত এ হামলার বিচার শেষ করা প্রয়োজন। শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠী এই আলোচনা সভার আয়োজন করে।বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার অবিলম্বে শেষ করুন। আন্তরিকতার সঙ্গে এই বিচার চলতি বছরের মধ্যে শেষ করতে হবে। ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারের সঙ্গে স্বাধীনতার পরাজিত শক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এই হামলার বিচার না হলে এদেশে গণতন্ত্র স্থিতিশীল হবে না। তবে এই বিচার চলতি বছরের মধ্যে শেষ হবে কি-না তা নিয়ে আমার সংশয় আছে।এএইচ/এমএস
Advertisement