চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী নুরুল আলমের গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
Advertisement
বুধবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাঙ্গুনিয়ার দক্ষিণ নিচিন্তাপুর গ্রামে হামলার ঘটনা ঘটে।
নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, উপজেলার দক্ষিণ নিচিন্তাপুর এলাকায় ধানের শীষের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নুরুল আলমের গণসংযোগ চলছিল। বেলা ১১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দানুর নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ গণসংযোগে হামলা চালায়। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। হামলার পর ধানের শীষের প্রার্থী নূরুল আলম গণসংযোগ না করেই ফিরে গেছেন।
এ বিষয়ে জানতে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এহসানুল কাদেরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
Advertisement
আবু আজাদ/এএইচ/এমএস