খেলাধুলা

লক্ষ্য থাকবে শুরুতে যাতে কম উইকেট পড়ে : সৌম্য

টি-টোয়েন্টি খেলায় সময় কম। ব্যাটসম্যানদের শট খেলতেই হয়। তাই বলে অযাচিত শট খেলে উইকেট বিলিয়ে দেয়ার ফরমেটও কিন্তু এটা নয়। খেলতে হয় ক্যালকুলেটিভ ক্রিকেট। সেই কাজটি সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পারেনি বাংলাদেশ। অতি আগ্রাসী হতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইগাররা।

Advertisement

আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় যেটি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। এতে হারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুয়াবে টাইগাররা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই ভেবেচিন্তে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা সৌম্য সরকার জানালেন তাদের পরিকল্পনাও। যে পরিকল্পনায় সবার আগে গুরুত্ব পাচ্ছে, শুরুতে উইকেট না হারানো।

এই ম্যাচে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কি? টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্যর ব্যাখ্যা, 'প্রথম এবং প্রধান কাজ হবে শুরুতে যতটা সম্ভব কম উইকেট দেয়া, পাওয়ার প্লে'তে একটার বেশি উইকেট না খোয়ানো। আমরা আগের ম্যাচে তিন-চার ওভারের মধ্যেই ৩ উইকেট খুইয়ে ফেলি, সেখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো কঠিন। প্রথম পাওয়ার প্লের ছয় ওভারে যদি একটির বেশি উইকেট না হারাতাম, তাহলে হয়তো স্কোরটা আরও লম্বা হতো। কালকের ম্যাচে সেদিকে বিশেষ নজর থাকবে আমাদের, যাতে শুরুতেই বেশি উইকেট পড়ে না যায়।'

Advertisement

প্রথম টি-টোয়েন্টিতে ৩.৩ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে ছিলেন সৌম্য সরকারও। আর প্রথম পাওয়ার প্লে'র মধ্যে (প্রথম ৬ ওভার) ৪ উইকেট হারিয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল টাইগাররা। সিরিজে ফিরতে হলে সেই ভুল তো শোধরাতেই হবে!

এআরবি/এমএমআর/আরআইপি