ক্যাম্পাস

শাবির বঙ্গবন্ধু হলে সাপ আতঙ্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল জুড়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে সাপ আতঙ্ক। শুক্রবার ভোরে হলের বি ব্লকের নিচতলার আবাসিক শিক্ষার্থী নাদিম ব্রাশ করতে গেলে বেসিনে একটি গোখরা সাপ দেখতে পান। নাদিম ভয় পেয়ে ছুটে এসে একই ব্লকের বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ এক্সপ্লোর সোসাইটির কর্মী রেজাউল শুভকে খবর দিলে তিনি কৌশলে সাপটিকে আটকান এবং পরবর্তীতে হলের বাইরে অবমুক্ত করেন।শাবির আবাসিক হলগুলোতে বেশ কয়েকদিন ধরেই বেড়েছে সাপের উপদ্রব। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছে আবাসিক হলের শিক্ষার্থীরা। এর কিছুদিন আগে সৈয়দ মুজতবা আলী হল রুমে সাপের অবস্থান এবং এবার এই আবাসিক হলে বেসিনে সাপের অবস্থান হলে অবস্থানরতদের মধ্যে অজানা আতঙ্ক দেখা দিয়েছে।প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ এক্সপ্লোর সোসাইটির হাসনাইন আহমেদ জানান, সাপটির নাম সুতানালী সাপ। তবে এটি খুব একটা বিষাক্ত নয়।বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক নীরব এবং মঈন আহমেদ অভিযোগ করে বলেন, হলের বাইরের পরিবেশ খুব একটা ভালো না। দেখে মনে হয় এখনে জঙ্গল কেটে হল বানানো হয়েছে। মাঠে ঘাসে ভরে গেছে। হলের বাইরেও ঝোপঝাড়ে ছেয়ে গেছে। নিয়মিত মাঠ পরিষ্কার এমনকি হলের বর্জ্যও নিয়মিত পরিষ্কার করা হয় না। এতে করে হঠাৎ করে সাপের উপদ্রব বেড়ে গেছে। এ কারণে আমরা আতঙ্কিত। এ রকম গভীর রাতে সাপের উপদ্রব কোনোভাবেই কাম্য নয়। এমতাবস্থায় হলের চারপাশের জঙ্গল পরিষ্কার করা এবং কার্বলিক এসিড দিয়ে সুরক্ষিত করতে অতিদ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলেও জানান তিনি।ছামির মাহমুদ/এআরএ/এমএস

Advertisement