বিনোদন

এবার শেখ তন্ময়ের জন্য ভোট চাইলেন তারকারা

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা। রাজনীতিবিদদের পাশাপাশি এ প্রচারণায় শামিল হয়েছেন এবার তারকারাও। পছন্দের দলের জন্য ভিডিও বার্তার মাধ্যমে ভোট চাইছেন কিংবা প্রচারণায় অংশ নিতে দেশের বিভিন্ন জায়গায় হাজির হচ্ছেন প্রিয় নেতাদের সঙ্গে।

Advertisement

নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার প্রচারণায় আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন নানা অঙ্গনের তারকারা। তারমধ্যে আছেন অভিনয় শিল্পী, চিত্রশিল্পী, সংগীত শিল্পী ও বুদ্ধিজীবীরা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচারের অংশ নিতে দেখা গেছে চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌসকে।

সেই ধারাবাহিকতায় গেল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা শেখ তন্ময়ের জন্য নৌকায় ভোট চাইলেন দেশের খ্যাতিমান তারকারা। শেখ তন্ময় এরইমধ্যে রাজনীতির মাঠে আলোচিত ব্যক্তিত্ব। বলা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয় এই তরুণ রাজনীতিবিদ।

তিনি বাগেরহাট ২ আসনে নৌকার প্রার্থী হয়েছেন। বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে গেল রোববার (১৬ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে এক বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে নিজের প্রচারণা করেন তিনি।

Advertisement

কনসার্টটিতে আওয়ামী লীগের প্রার্থী ও প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ তন্ময়ের সাথে উপস্থিত ছিলেন রিয়াজ, ফেরদৌস, মীর সাব্বির, মাহফুজ আহমেদ, শমী কায়সার, সুইটি, রিংকু, কনাসহ একঝাঁক তারকা।

কনসার্টে তারকারা শেখ তন্ময়কেও একজন তারকা বলে অভিহিত করেন। তারা বলেন, এরইমধ্যে সারা দেশেই তন্ময়ের ভক্ত তৈরি হয়েছে। সবাই তাকে সাধুবাদ জানাচ্ছেন তারুণ্য নিয়ে রাজনীতিতে আসার জন্য। সে দেশের তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি।

তারা আগত দর্শকদের কাছে নৌকায় ভোট চেয়ে আরও বলেন, ‘তন্ময়ের শরীরে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। যার ধমনিতে জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত বইছে সে আর যাই হোক মানুষের সাথে বেঈমানি করতে পারেন না। তন্ময় আগামীতে এ দেশের নেতৃত্ব দেবে। আপনারা দেশও জাতির প্রয়োজনে ধর্মবর্ণ নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে তন্ময়কে জয়যুক্ত করবেন।’

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় এসময় বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার বিকল্প নেই।’

Advertisement

এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। এসময় পৌর আওয়ামী লীগের সভাপিত শেখ বশিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. পারভীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএ/এমকেএইচ