লাল-সবুজ মাফলারে লেখা ‘বাংলাদেশ আওয়ামী লীগ’, ‘বাংলাদেশ ছাত্রলীগ’, ও ‘বাংলাদেশ যুবলীগ’। আর মাফলারের দুই মাথায় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’।
Advertisement
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত কিছুদিন ধরে বিক্রি হচ্ছে পুরুষের মাথা-কান-গলা ঢাকার এই শীত বস্ত্রটি। অনেকে এর নাম দিয়েছেন ‘নির্বাচনী মাফলার’। প্রতিটি মাফলারের দাম ২৫০ টাকা।
বঙ্গবন্ধু এভিনিউয়ে এই মাফলার বিক্রেতা নূর উদ্দিন বলেন, ‘আমার বয়স ৩৬ বছর, আমি ২২ বছর ধরে আওয়ামী লীগের অফিসের আশেপাশেই আছি। আমি এহানে পান বেচেছি, আরও অনেক কিছু বেচেছি। নির্বাচন আইছে, সময় মতো ব্রেইন খাটাইয়া নতুন একটা জিনিস বানাইছে। এহন এই মাফলার বেচতাছি।’
‘নির্বাচনী’ মাফলারের প্রচুর চাহিদা জানিয়ে নূর উদ্দিন বলেন, ‘প্রতিদিন একশ’র মতো মাফলার চলে। প্রত্যেকটার দাম আড়াইশ টাকা।’
Advertisement
তিনি আরও বলেন, ‘এই মাফলারে শীতও যাইব, আবার বঙ্গবন্ধু ও শেখ হাসিনারে ভালবাসার চিহ্ন হিসাবেও থাকল’।
আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার একসঙ্গে তিনটি মাফলার কিনলেন সবুজ নামে আওয়ামী লীগের এক কর্মী। তিনি বলেন, ‘সামনে নির্বাচন, নেতাদের গিফট করব।’
প্রসঙ্গত পৌষের শুরুতে বৃষ্টির কারণে গত দুই দিন ধরে ঢাকাসহ সারাদেশে বেশ শীত পড়ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের পোশাক বিক্রি।
আরএমএম/এমএমজেড/পিআর
Advertisement