খেলাধুলা

অপ্রত্যাশিত দামে বিক্রি হলেন যারা

বরুণ চক্রবর্তী। তার নামটি কি কখনও শুনেছেন? দেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন এমন ভারতীয়রা হয়তো তাকে চিনবেন, কিন্তু বিশ্ব তারকাদের ভীড়ে এই নামটি একেবারেই নিচে পড়ে থাকার মতো।

Advertisement

তবে ব্রেন্ডন ম্যাককালাম, ডেল স্টেইনের মতো বড় তারকাদের যেখানে নামমাত্র মূল্যেও কিনতে রাজি হয়নি কোনো দল; সেখানে ভারতের তামিল নাড়ুর এই বিস্ময় স্পিনার বিক্রি হয়েছেন ৮ কোটি ৪০ লাখ রুপিতে!

তার চেয়েও চমক জাগানোর মতো খবর হলো, বরুণ চক্রবর্তীর ভিত্তিমূল্য ছিল মাত্র ২০ লাখ রুপি। মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটারকে উচ্চদামে কিনে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএল নিলামের আরেকটি চমক ভারতের অনভিষিক্ত পেস বোলিং অলরাউন্ডার শিভাম দুবের বিক্রিতে। তাকে ৫ কোটি রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এছাড়া ২৫ বছর বয়সী অনভিষিক্ত ব্যাটিং অলরাউন্ডার অক্ষদ্বীপ নাথকে ৩ কোটি ৬০ লাখ  রুপিতে কিনে চমক দেখিয়েছে দলটি।

Advertisement

মাত্র ১৭ বছর বয়সী প্রভুসিমরান সিংয়েরও ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। তাকে ৪ কোটি ৮০ লাখ টাকা দিয়ে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এশিয়া কাপের ফাইনালে প্রভুসিমরানের ৩৭ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংসটা দেখার পরই সম্ভবত তাকে যে কোনো মূল্যে দলে নেয়ার হিসেবটা কষে ফেলে পাঞ্জাব।

বোলার ক্যাটাগরিতে ভারতীয় পেসার জয়দেব উনাদকাতও বিক্রি হয়েছেন অপ্রত্যাশিত দামে। তাকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। মোহাম্মদ শামিকে ৪ কোটি ৮০ লাখে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মোহিত শর্মাকে ৫ কোটি রুপিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অক্ষর প্যাটেলকে একই দামে কিনেছে দিল্লি ক্যাপিটালস।

বিদেশিদের মধ্যে বড় দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার স্যাম কুরান। তাকে ৭ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

ব্যাটসম্যান ক্যাটাগরিতে দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে ৬ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ওয়েস্ট ইন্ডিজের সিমরন হেটমায়ারকে ৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। একই দামে ক্যারিবীয় উইকেটরক্ষক নিকোলাস পুরানকে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

Advertisement

এমএমআর/পিআর