চলে গেলেন মানিকগঞ্জের একমাত্র জীবিত ভাষাসৈনিক ওয়াজ উদ্দিন মাস্টার। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘিওর উপজেলার পয়লা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। নবম শ্রেণিতে পড়া অবস্থায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৪৯ সালে মিছিল করার অপরাধে জেল খেটেছিলেন এই ভাষাসৈনিক। ধারণা করা হয় ভাষা আন্দোলনে এতো আগে কারো জেলে যাওয়া এটাই প্রথম।বার্ধক্যজনিত কারণে ওয়াজ উদ্দিন মাস্টার দীর্ঘ দিন ধরে বাকরুদ্ধ ছিলেন। স্ত্রী, সাত ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন। শুক্রবার বাদ জুমা নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।এআরএ/এমএস
Advertisement