খেলাধুলা

দ্রাহসান আরদাই হচ্ছেন ফুটবল ইতিহাসের প্রথম নারী রেফারি

ফুটবলের প্রথম নারী রেফারি কে এটা নিয়ে দীর্ঘদিন নানা আলোচনা হলেও অবশেষে ফিফা স্বীকৃতি দিল তুর্কি নারী রেফারি ‘দ্রাহসান আরদাই’ হচ্ছেন পৃথিবীর প্রথম নারী রেফারি।

Advertisement

এক ইমেইল বার্তায় আরদার কাছে আনুষ্ঠানিক স্বীকৃতির মেইল পাঠায় ফিফা। সেটি নিজের ফেসবুক পেজে পোস্ট করে আরদা বলেন, ‘ইতিহাসের প্রথম হওয়াটা আসলেই গর্বের। এখন থেকে ৫০ বছর আগের আমার প্রথম ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছে। ফিফা আমাকে যে মেসেজ পাঠিয়েছে এটা দেখে আমি আবারও আনন্দে ভাসছি।’

১৯৬৭-৬৮ সালে রেফারিংয়ের ওপর ট্রেনিং নেন আরদা। তুর্কির উত্তরাঞ্চলের শহর জঙুলদাক থেকে ট্রেনিংয়ের সার্টিফিকেট গ্রহণ করেন তিনি। সার্টিফিকেট নিয়ে চলে যায় জার্মানিতে। সেখানে বাভারিয়াতে ৩০ বছর ফুটবল ম্যাচের দায়িত্ব পালন করেন তিনি।

৬৩ বছর বয়সী আরদা নিজেই জানান, তিনি ১৯৬৮ সালের জুন মাসের ২৬ তারিখে প্রথম কোনো ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে এক অনুষ্ঠানে তাকে তুর্কির প্রথম রেফারি বলা হলেও তখনই আরদা দাবি করেছিলেন তিনিই হলেন ফুটবলের প্রথম নারী রেফারি। অবশেষে দীর্ঘ ৫০ বছর পর ফিফার স্বীকৃতি পেলেন তিনি।

Advertisement

সূত্র: ডেইলি সাবাহ

আরআর/বিএ