অর্থনীতি

ডিএসই পর্ষদের সঙ্গে ডিবিএ’র বৈঠক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) নতুন নির্বাচিত নেতারা।

Advertisement

ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ডিবিএ’র নতুন সভাপতি শাকিল রিজভীর নেতৃত্বে সংগঠনটির ১৫ সদস্য অংশ নেন।

এতে ডিএসইর চেয়ারম্যান বলেন, বিগত দিনগুলোতে ডিবিএ এবং স্টক এক্সচেঞ্জ দেশের পুঁজিবাজার উন্নয়নে এক সঙ্গে কাজ করেছে। যার ফলে পুঁজিবাজার আজকের এ গৌরবময় অবস্থানে পৌঁছেছে। ডিবিএ ও স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্য এক ও অভিন্ন, আর তা হচ্ছে পুঁজিবাজারের উন্নয়ন।

ডিবিএ’র প্রতিনিধিরা পুঁজিবাজারের উন্নয়নে বৈঠকে কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আইপিও প্রসেস, ট্রেড লাইসেন্স, ব্রাঞ্চ অফিস, নতুন প্রডাক্ট, নিকুঞ্জ বিল্ডিং এবং ট্রেডিং কেন্দ্রিয়করণ।

Advertisement

এমএএস/এএইচ/আরআইপি