নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে জাতীয় ঐক্যফ্রন্টের সেনা মোতায়েনে দাবির কারণে আগাম বিজিবি নামানো হয়েছে। ২২ ডিসেম্বর বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু শঙ্কা থাকায় আগাম নামালাম।
Advertisement
মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাতীয় ঐক্যফ্রন্ট সোমবার এখনই সেনা নামনোর জন্য বলেছিল। সেনা না নামিয়ে বিজিবি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনা ২৪ ডিসেম্বর নামবে। তাদের নামানো সময়সাপেক্ষ। এখনই তাদের নামানো যাবে না।
রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক দলসহ অাপনারা (সাংবাদিক) সবাই অভিযোগ করছেন যে, মাঠের পরিবেশ পরিস্থিতি খারাপ হচ্ছে দিন দিন। তাই আমরা আপনাদের শঙ্কা কাটাতে মাঠে বিজিবি নামিয়েছি।
Advertisement
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে বিজিবি নামানো হয়েছে। তবে কত আসনে নামানো হয়েছে তা আমি জানি না। পরিস্থিতি বিবেচনায় আগে পরে মাঠে নামানো হবে বিজিবি। যে স্থানে আগে দরকার সেখানে আগে নামানো হবে আর যেখানে পরে নামালেও চলবে সেখানে পরে নামানো হবে।
বিজিবি সদর দফতর থেকে ইতোমধ্যে মঙ্গলবার এক হাজার ছয়শ' প্লাটুন নামানো হয়েছে।
এইচএস/জেডএ/আরআইপি
Advertisement